কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন । ভ্যাট কর্তন হার ২০২৩-২৪

 

সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যে, জ্বালানি, বিদ্যুৎ, পানি ইত্যাদি। উল্লেখিত বা তালিকা ভূক্ত ক্ষেত্রে বা খাত যদি খুজে না পান তবে ১৫% হারে অর্থাৎ বিধি রেট প্রযোজ্য হইবে।



২০২৩-২০২৪ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা

০১. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%

০২.  অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%

০৩. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%

০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%

০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%

০৬. যান্ত্রিক লন্ড্রি-১০%

০৭. ডকইয়ার্ড-১০%

০৮. নিলামকারী সংস্থা-১০%

০৯. নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%

১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%

১১. ছাপাখানা-১০%

১২. ইন্ডেটিং সংস্থা-৫%

১৩. ইন্টারনেট সংস্থা-৫%

১৪. মেরামত ও সার্ভিসিং-১০%

১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%

১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%

১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%

১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%

২০২৩-২০২৪ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF পূর্নাঙ্গ কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড


Post a Comment

أحدث أقدم