সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করেছে। এ সংক্রান্ত আদেশ নিম্নরুপ আদেশ জারি করা হয়েছে। তাছাড়া এটি যদিও জেনারেল নয়, তবুও এটিকে বেইজ ধরতে পারি কারণ শিক্ষা গ্রহণেরও সর্বনিম্ন বয়স রয়েছে।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
ব্যয় বাস্তবায়ন অধিশাখা-২
(www.mof.gov.bd)
নং ০৭.১৫২.০০০০.১৯.০০.০০০(অংশ-৩).২০০৫-২৬৭ তারিখ: ২০-০২-২০১৯ খ্রি:
বিষয়: বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ।
সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র নং-এভি-পিএন্ডও-১০/৭৪২, তারি: ০৩/০২/২০১৯
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ) বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
(শেখ মোমেন মনি)
উপ-সচিব
ফোন: ৯৫৭৪০০৬
প্রতি,
সিনিয়র সচিব
পররাষ্ট্র মন্ত্রণালয়
সেগুন বাগিচা, ঢাকা।
শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমার পিডিএফ কপি সংগ্রহ করুন: ডাউনলোড
Post a Comment