ওয়েবসাইট

ওয়েবসাইট কৃষি তথ্য সার্ভিসের ই-কৃষি উদ্যোগের অন্যতম হলো সংস্থার এই ওয়েবসাইট (www.ais.gov.bd) | এটি শুধু সাধারণ ওয়েবসাইটই নয় বরং কৃষি তথ্যের একটি পরিপূর্ণ ভান্ডার। এই ওয়েবসাইটটি থেকে যেসমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো: ১. বাংলা ভাষায় করা। ফলে সহজেই সবার জন্য বোধগম্য। ২. বিভিন্ন ফসলের পরিপূর্ণ উৎপাদন প্রযুক্তি দেয়া হয়েছে। ৩. সমসাময়িক কৃষি বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া আছে। ৪. কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক, আইসিটি কনটেন্ট আপলোডকৃত। ৫. কৃষি আবহাওয়া, প্রয়োজনীয় নোটিশ, বার্তা ইত্যাদি আপলোড করা হয়েছে। ৬. এটি বাংলা ভাষায় রচিত কৃষি বিষয়ক অন্যতম বড় ওয়েবসাইট।

Post a Comment

Previous Post Next Post